Header Ads

Header ADS

উইনন্ডোজ ১০ এর কিছু শর্টকাট


শর্টকাট শব্দটার সাথে আমরা সবাই কম বেশী পরিচিত । আমরা শর্টকাট শুনলেই প্রথমে যা ভাবি তা হলো অনেক বড় কাজ সহজে করা । জী তাই শর্টকাট আমাদের কাজ গুলো যেমন সহজ করে দেয় ,ঠিক তেমনি আমারা খুব সময়ে আরও বেশী কাজ করতে পারি । আজকে আমি দেখাবো ইনন্ডোজ ১০ এর কিছু শর্টকাট যা আপনার কাজের গতি আরও বাড়িয়ে দিবে নিঃসন্দেহে ।

উইনন্ডোজ ১০ এর কিছু শর্টকাট

  • Windows আর কমা যদি আপনি একসাথে চেপে ধরে রাখেন তাহলে আপনার কম্পিউটারে চালু থাকা সব প্রোগ্রাম হাইড করে ডেস্কটপ চলে আসবে ! আবার ছেড়ে দিলে আবার আগের চালু থাকা  প্রোগ্রামে চলে আসবে । ঠিক যতক্ষণ চেপে ধরে থাকবেন ততক্ষণ সব হাইড হয়ে ডেস্কটপ চলে আসবে ।
  • Windows আর R যদি আপনি একসাথে প্রেস করেন তাহলে আপনার কম্পিউটারে রান কমান্ড চলে আসবে ।
  • Windows আর X যদি আপনি একসাথে চেপে ধরে রাখেন তাহলে আপনার কম্পিউটারে কুইক এক্সেস মেন্যু চলে আসবে ।
  • Windows আর I (আই) যদি আপনি একসাথে প্রেস করেন তাহলে আপনার কম্পিউটারে সেটিংস উইন্ডো চলে আসবে ।
  • Windows আর M যদি আপনি একসাথে প্রেস করেন তাহলে আপনার কম্পিউটারে চালু থাকা সব উইন্ডো মিনিমাইজ হয়ে ডেক্সটপ প্রদর্শিত হবে ।
  • Windows আর D যদি আপনি একসাথে প্রেস করেন তাহলে আপনার কম্পিউটারে ডেস্কটপ প্রদর্শিত হবে এবং আবার একি ভাবে চাপলে আগের অবস্থায় ফিরে আসবে ।
  • Windows আর Q যদি আপনি একসাথে প্রেস করেন তাহলে আপনার কম্পিউটারের সকল অ্যাপ্লিকেশন খুঁজার জন্য ওপেন হবে , এর সাহায্যে আপনি খুব সহজেই আপনি আপনার কম্পিউটারের সকল অ্যাপ্লিকেশন খুজে পাবেন ।
  • Windows আর W যদি আপনি একসাথে প্রেস করেন তাহলে আপনার কম্পিউটারের সিস্টেম সেটিংস সার্চ করার জন্য সার্চ মেন্যু চলে আসবে ।
  • Windows আর F দি আপনি একসাথে প্রেস করেন তাহলে আপনার কম্পিউটারের ফাইল বা ফোল্ডার খুঁজার জন্য সার্চ  মেন্যু চলে আসবে ।

আপনি কি আরও কোন শর্টকাট সম্পর্কে জানেন ?

তাহলে নিচের কমেন্টস বক্সে কমেন্ট করুন আমরা সামনের পর্বে সেই শর্টকাট নিয়ে আলোচনা করবো । আজকে শেষ করলাম, কথা দিলাম পরের পর্বে আরও বেশী শর্টকাট নিয়ে আলোচনা করবো । ভালো থাকবেন সবাই …

1 comment:

  1. উইনন্ডোজ ১০ এর কিছু শর্টকাট - Pcteachbd >>>>> Download Now

    >>>>> Download Full

    উইনন্ডোজ ১০ এর কিছু শর্টকাট - Pcteachbd >>>>> Download LINK

    >>>>> Download Now

    উইনন্ডোজ ১০ এর কিছু শর্টকাট - Pcteachbd >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete

Powered by Blogger.